আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম,(এপি)ওয়াল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ২ দিন ব্যাপি বার্ষিক কর্ম পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ও সোমবার (২১-২২মে) দিন ব্যাপি টাউন হল কমপ্লেক্সে উপজেলার ৫ টি কর্ম এলাকার গ্রাম উন্নয়ন কমিটি,ধর্মীয নেতৃবৃন্দ,শিশু ও যুব ফোরাম,অন্যান্য উন্নয়ন সংস্থার অংশীদার বৃন্দসহ ৫০ জনের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।উন্নয়ন সহযোগী সংস্থাটি দীর্ঘদিন যাবত প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের জীবিকায়ন ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দারিদ্রতা,মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম,অপুষ্টিজনিত মা ও শিশুদের পুষ্টিমান বৃদ্ধি ও গর্ভবতী মা,দুগ্ধদানকারী মা,কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ে সচেতন,অপুষ্টিজনিত শিশুকে পিডি-হার্থ (পুষ্টি)কার্যক্রমপরিচালনা,স্যানিটেশন,বাল্যবিয়ে রোধ,মাদক,শিশু অধিকার ও:সুরক্ষা,শিশু নির্যাতন রোধ,শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।সভায উপরোল্লিখিত সেবা গুলোর বিগত ১ বছরের কর্ম পর্যালোচনা ও মূল্যায়ন এবং আগামী ১ বছরের জন্য কর্ম পরিকল্পনা করা গ্রহন করা হয। এসময় উপস্থিত ছিলেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার পিকিংচাম্বুগং,নীলফামারী অফিসের টেকনিশিয়ান প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট শাহা কামাল,কিশোরগঞ্জ এপির প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা, জন কেনেডি ক্রুশ,নেলসন সরেন,দোলন কবি,জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।
মন্তব্য