মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি রাজশাহী >>> রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে হিন্দু ধর্মালম্বির ২ টি পরিবারের মধ্যে লিফলেট বিতরণ করে আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান। অবশ্য, কর্মসূচি পালনে দলের প্রথম সারির কোনো নেতার দেখা মেলেনি।ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। দ্বিতীয় দিনে কর্মসূচি বাস্তবায়ন করতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান ২ টি পরিবারের মাঝে লিফলেট বিতরণ করে ছবি তুলেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও পোস্ট করা হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগন ক্ষিপ্ত হন এবং ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। সরকার বিরোধী লিফলেট বিতরণ করার কারণে আওয়ামী লীগ নেত্রী মৌসুমির বাড়িতে অভিযান চালায় পুঠিয়া থানা পুলিশ। তবে তাকে আটক করতে পারেনি পুলিশ।এদিকে আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের পচামাড়িয়া বাজারে মৌসুমীর স্বামী ওহিদুর (৪৫) কে স্থানীয় জনতা আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, তারা স্বামী স্ত্রী মিলে নাশকতার চেষ্টা করছিল। ওহিদুরকে আটক করা হয়েছে আর তার স্ত্রী মৌসুমী পালিয়ে গেছে।
মন্তব্য