আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> ইবনে সিনা ট্রাস্ট ও গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চূক্তির ফলে চুক্তি অনুযায়ী গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডের সকল গ্রাহক, প্রশাসনিক ও উন্নয়ন কর্মকর্তা /কর্মচারী ও তাদের ডিপেন্ডেন্টগণ ইবনে সিনার সকল শাখা থেকে মেডিকেল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। ১৬ জুন’২৩ ইং শুক্রবার সকাল ১১ টার সময় ঢাকাস্থ ইবনে সিনা ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক কর্পোরেট চূক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে এ. এন. এম. তাজুল ইসলাম , অতিরিক্ত পরিচালক ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এবং গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী উপস্থিক থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুমল কান্তি দাস, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও মানব সম্পদ বিভাগের প্রধান মুহম্মদ মনিরুল ইসলাম খান ও এসইভিপি ফয়েজ আহমেদ।চূক্তি স্বাক্ষরিত হওয়ার পর মতামত ব্যক্ত করতে গিয়ে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খাঁন চৌধুরী তার মতামত ব্যক্ত করে জানান, ইবনে সিনা দেশের খ্যাতনামা একটি শিল্পগ্রুপ। সেবাখাতের প্রতি সেক্টরে উন্নত মান ধরে রাখার ক্ষেত্রে এ শিল্পগ্রুপটি বরাবরই আপোষহীন। ইবনে সিনা স্বাস্থ্য সেবাখাতকে বানিজ্যিক চিন্তামুক্ত থেকে দেশের মাটি ও মানুষের কল্যানে নিবেদিত প্রান হয়ে নিরলসভাবে কাজ করে আসছে, ইবনে সিনার সুনাম ও সুখ্যাতি দেশজুড়ে বিরাজমান। ইবনে সিনার সাথে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ কর্পোরেট চূক্তির আওতায় আসতে পেরে গর্বিত, এই চুক্তির ফলে গোল্ডেন লাইফ ইনসিওরেন্সের প্রশাসনিক উর্দ্ধতন কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের ডিপেন্ডেন্টগনও সাশ্রয়ীমূল্যে উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার পথ সুগম হল। তিনি গোল্ডেন লাইফ ইনসিওরেন্সের সকল জনশক্তিকে এ সুবিধা গ্রহনের আহ্বান জানান।ইবনে সিনা ট্রাস্টের অতিরিক্ত পরিচালক ও হেড অব বিজনেস ডেভেলপেন্ট এ এন এম তাজুল ইসলাম গোল্ডেন লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ কে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, গোল্ডেন লাইফ ইনসিওরেন্স প্রশাসনিক উচ্চ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের জনশক্তির জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে যে পদক্ষেপ গ্রহন করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
মন্তব্য