সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক>>> খুলনার ডুমুরিয়া বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর অধিকার এখানে,এখনই প্রকল্পের আওতায় সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির উদ্দোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪মে বুধবার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক ডুমুরিয়া বাঞ্চ ম্যানেজার তরিকুল ইসলাম।প্রকল্পের জেলা ইয়ুথ মোবিলাইজার শীখা রাণীর সঞ্চালনায় লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠীর সমাজে অন্তর্ভূক্তি করন এবং মানবাধিকার ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন প্রকল্প সমন্বয়কারী মোঃ জিল্লুর রহমান। আরো উপস্হিত ছিলেন ব্র্যাক ডুমুরিয়া উপজেলা ম্যানেজার(দাবী) শিব দাস, প্রকল্পের কর্মকর্তা ফয়সাল আহম্মেদ,বিবাহ রেজিস্টার (কাজি) দেলোয়ার হোসেন,প্রধান শিক্ষক পরিতোষ মন্ডল ও শংকর কুমার মন্ডল, তৃতীয় লিংগের প্রতিনিধি পাখি দত্ত,হিন্দু বিবাহ রেজিস্টার রত্না সরকার, মসজিদের মোয়াজ্জিম আলি হায়দার,ধর্মীয় শিক্ষক এজাজ আহমেদ,মাও: খলিলুর রহমান,পুরোহিত দিপীল চক্রবর্তি,বাসন্তি দাস, খ্রীস্টান মিশনারী পুরোহিত রুবেন সরকার প্রমূখ। সভায় বিভিন্ন নেতাদের মধ্যে মসজিদের ইমাম,স্কুল-মাদ্রাসা শিক্ষক, হিজড়া জনগোষ্ঠীর নেত্রী,সাংবাদিক ও ইয়োথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য