সীতাকুণ্ড প্রতিনিধি।। সীতাকুণ্ড পৌরসভাধীন এলাকায় ট্রেনে কাটা পড়ে নোমান (১৬) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে। সে কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে দাঁড়িয়ে থাকায় ট্রেনে কাটা পড়ে।
গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে উত্তর এয়াকুবনগর এলাকায় এই ঘটনাটি ঘটে। নোমান সীতাকুণ্ড
পৌরসভাস্থ উত্তর এয়াকুবনগর গ্রামের মোঃ আলমগীরের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, নোমান ওই এলাকায় রাতে রেললাইনে কানে হেডফোন লাগিয়ে দাঁড়িয়েছিল। এ সময় হঠাৎ চট্টগ্রাম অভিমুখি একটি অজ্ঞাত ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
তবে নোমানের মোবাইলে বিভিন্ন গেম খেলার অভ্যাস ছিল। যার ফলে ট্রেন আসার শব্দ সে শুনতে পায়নি।
প্রসঙ্গত, সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্পটে কানে হেডফোন লাগিয়ে কথা বলতে গিয়ে এ পর্যন্ত অনেকেই দুর্ঘটনায় নিহত হয়েছে। এদের মধ্যে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।
এদিকে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আশরাফ সিদ্দিক বলেন, ইয়াকুবনগর এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহতের কোন খবর আমরা পাইনি। তবে খোঁজ নিচ্ছি আমরা।
মন্তব্য