আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামণি মৌজায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে বিএস ১ নং খাস খতিয়ানভূক্ত ৮০২৬ ও ৮০২৮ দাগের মোট ২০.৭০ একর সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি হেফাজতে নেয়া হয়েছে।২ নভেম্বর’২৩ ইং বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন সাতকানিয়া থানার পুলিশ, ৩৭ আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিস দেওদীঘির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসময় এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারও উপস্থিত ছিলেন।
ঘটনার বিবরনে প্রকাশঃ উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামণি মৌজায় বিএস ১ নং খাস খতিয়ানভূক্ত ৮০২৬ ও ৮০২৮ দাগের মোট ২০.৭০ একর সরকারি জায়গা দির্ঘদিন ধরে অবৈধ দখলদাররা জবর দখল করে চূড়ামণি মৌজার পাহাড়ের পাদদেশে সাতকানিয়া-বাঁশখালী সড়ক সংলগ্ন মূল্যবান ২০.৭০ একর খাস জমি দীর্ঘদিন থেকে কিছু প্রভাবশালী কিছু ভূমিদস্যু নিজেদের দখলে নিয়ে সম্পুর্ন বেআইনীভাবে অননুমোদিত চুক্তির মাধ্যমে দখল কেনাবেচা করছিল ভূমি দস্যুরা। এছাড়া এখানে স্থায়ীভাবে জনবসতি গড়ে তুলতে বিদ্যুৎ, পানি, কেবল নেটওয়ার্ক ইত্যাদি নাগরিক সুবিধার ব্যবস্থাও করে দিত তারা। দীর্ঘদিন ধরে এসব অপকর্মের মাধ্যমে মহামূল্যবান রাষ্ট্রীয় সম্পদ পাহাড় গ্রাস করার পাঁয়তারা করছিল দুবৃত্তরা। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রায় ২০.৭০ একর সরকারী খাস জায়গা সরকারী হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধারকৃত সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন রাস্ট্রীয় ও জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সাতকানিয়া উপজেলা প্রশাসন।
মন্তব্য