১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুশ-ইন বন্ধ করে অবৈধ ভারতীয় নাগরিকদের পুশ-ব্যাক করুন : সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ গোয়ালন্দে আসলাম মিয়ার পক্ষে লিফলেট বিতরণ  বান্দরবানে এসএসসি পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এসএসসি পরীক্ষায় পটুয়াখালী  ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে  শিক্ষার্থীরা ফেল। নবীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ বিশ্বমঞ্চে আলোকিত কুমিল্লার সন্তান । মাদ্রাসা থেকে মার্কিন বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ইমরান আনসারীকে সংবর্ধনা” পাহাড় ধসের আশঙ্কায় লামার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সব প্রস্তুতি আছে: বিজিবি মহাপরিচালক রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির
আন্তর্জাতিক:
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২ ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> চট্টগ্রাম >> চট্টগ্রাম
  • শক্তি দেখাতে লক্ষ্য বড় সমাবেশের
  • শক্তি দেখাতে লক্ষ্য বড় সমাবেশের

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    ২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর আনোয়ারার জনসভায় বড় জমায়েত করতে চায় আওয়ামী লীগ। দলীয় নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি নিশ্চিত করে বড় ধরনের লোকসমাগমের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আ. লীগ। চট্টগ্রাম ছাড়াও আশপাশের জেলা থেকেও লোকসমাবেশের কৌশল নেওয়া হয়েছে। মূলত চট্টগ্রামেও বিএনপিকে শক্তি দেখাতে বড় জমায়েত করতে চায় আওয়ামী লীগ। একই সঙ্গে আগামী নির্বাচনের আগে জনমনে আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখাতে বড় জমায়েত করা হবে।প্রধানমন্ত্রীর জনসভার আয়োজন করছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। জনসভায় ব্যাপক লোকসমাগম করতে মাসখানেক ধরে বিভিন্ন উপজেলায় প্রস্তুতি সভা করে আসছে জেলা আ. লীগ। একই সঙ্গে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা আওয়ামী লীগও ঘরোয়া সভা করে প্রস্তুতি নিয়েছে। কিন্তু শেষমুহূর্তে কৌশল পাল্টে এখন বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াতের অগণতান্ত্রিক গুজবনির্ভর রাজনীতিকে চ্যালেঞ্জ জানাতে স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় পরিণত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য নেতা-কর্মীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।’

    গতকাল সকালে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সভা করেছেন। নেতৃবৃন্দ বলেন, ২৮ অক্টোবর স্মরণকালের বড় গণজমায়েতে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। তাই এই জনসভা স্মরণকালের জন্য স্মরণীয় করতে হবে। দেশবাসীকে জানান দিতে হবে, আওয়ামী লীগ অবিনশ্বর এবং অপরাজেয় সংঘশক্তি।

    আওয়ামী লীগ ছাড়াও সহযোগী সংগঠন যুবলীগ বড় জমায়েত করার জন্য নির্দেশনা দিয়েছে। যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এ বিষয়ে চিঠি দিয়েছেন। চট্টগ্রামের তিন সাংগঠনিক জেলা ছাড়াও কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় উপজেলা ও তৃণমূল পর্যায়ে প্রস্তুতি সভার তদারকি কমিটি গঠন করে দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।

    দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, ‘তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ে করে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করার জন্য মনিটরিং টিম করেছে কেন্দ্রীয় কমিটি।’ আজ বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ও জেলার নেতারা সমন্বয় সভা করবেন বলে জানান তিনি।

    গতকাল মাঠ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

    আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ও আনোয়ারা কেইপিজেড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।

    গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউ- মাঠে জনসভায় বক্তৃতা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আনোয়ারার কেইপিজেড মাঠ হচ্ছে পলোগ্রাউ- মাঠের চেয়ে তিন গুণ বড়। এছাড়াও দেশের সবচেয়ে বড় মঞ্চ হচ্ছে আনোয়ারায়। এতে তিন শতাধিক নেতা বসতে পারবে।

    সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করে আসছে দেশের অন্যতম বড় দল বিএনপি। ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে দলটি। এছাড়াও সরকারের উপর পশ্চিমা দেশের নানা চাপ রয়েছে। একই দিন ঢাকায় উন্নয়ন ও শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি। উত্তপ্ত রাজনীতি। ইতিমধ্যেই চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ ও রোডমার্চ করেছে বিএনপি। বিএনপির সেসব কর্মসূচির জবাব দিতে এবার বড় জমায়েত করতে চায় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই জনসভায় বিপুল সংখ্যক লোকের উপস্থিতি নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দলটি। প্রধানমন্ত্রীর আগমনে নতুন সাজে সেজেছে পতেঙ্গা ও আনোয়ারা উপজেলা। আশপাশের সড়কগুলো বর্ণিল সাজে সাজানো হচ্ছে।

    নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন পূর্বকোণকে বলেন, ‘দলীয় প্রধান প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নগর, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page