এম জাফর ইকবাল তালুকদার নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>> বৃহস্পতিবার বিকেলে আনোয়ারা -কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের যৌথ এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন এর পর ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনোয়ারা কেইপিজেড মাঠে জনসভা সফল করার লক্ষ্যে
কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকস্থ আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি ক্রসিং ফকিরনী হাট, দৌলতপুর বড় উঠান, চাতরী চৌমুহনী, কালাবিবি দীর্ঘির মোড়, আনোয়ারা সদর, বন্দর সেন্টার ও জনসভা স্থল প্রদক্ষিণ করেছে।
আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী,, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো সোলাইমান তালুকদার এবং ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম এর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় মিনি ট্রাক ও কার দেখা গেছে। শোভাযাত্রায় মহু মহু শ্লোগান সকলের দৃষ্টি আকর্ষণ করে।
সড়কের দুই ধারে, রাস্তার মোড়ে, দোকানের সামনে দাঁড়িয়ে লোকজন শোভাযাত্রাকে অভিবাদন জানান। শোভাযাত্রায় গাড়ির উপরে নৌকা বানিয়ে অন্যরকম ব দৃশ্যের অবতারণা হয়। যা মানুষের হৃদয়ে দৃষ্টিগোচর হয়েছে। শোভাযাত্রায় মাইকিং প্রচার প্রচারণা ভিন্ন মাত্রা যোগ করে।প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেয়ার জন্য স্লোগান ছিল ভিন্ন রকম। প্রধানমন্ত্রীর জনসভা সফলে আনোয়ারা – কর্ণফুলীর দলীয় নেতাকর্মীরা বিরামহীন প্রচারণা চালাচ্ছে।
মন্তব্য