লেখক, তানজিলা তানজু।
যখন করি নিজে দোষ,
তখন সেই সবই আপোষ।
যখন করে অন্যে দোষ,
লোকসম্মুখে খুলি তার মুখোশ।
চারিপাশে যা পাই,
তা দিয়েই নিজের দোষ চাপাই।
অন্যের দোষ পাল্লা দিয়ে মাপি,
বহির্ভাগে সাজি সাধু সন্ন্যাসী
ভিতরে ভিতরে সবাই আমরা
মস্ত বড় পাপী।
নিশ্চিন্তে করে যাই যতো
অনুচিত, অন্যায় কাজ,
হয় না কভু মনোজগৎ এ
একটুখানি লাজ!
তবু নির্লজ্জের মতো ধরতে পারি ভালো মানুষের সাজ,
যোগ্য নয় যে জুতার সমান
অভিনয়ে সে সবার মাথার তাজ।
নি:সংকোচে অপরাধ করে
হাটিঁ উঁচু করে মাথা,
অপরের বেলায় শুধু শুনাই
যতো আছে নীতি কথা।
নিজের জন্য নিজেই কাজী,
নিজের কাছে নিজেই হাজী
বাকিরা সবাই খুবই পাজি
এই আমাদের কেমন
অদ্ভুত মন – মানসিকতা,
উচিত কথার অজুহাত দিয়ে
অন্যের বিচার করতে গিয়ে
দেখাই সাহসিকতা।
মন্তব্য