আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> কক্সবাজারের উখিয়ায় পৃথক দুই অভিযানে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও সাত হাজার ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৫ অক্টোবর) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকার ফরিদুল আলমের বসত ঘরে অভিযান এসব মাদক ও অস্ত্রসহ তাদের আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থানার উপ পরিদর্শক মিজানুর রহমান।
আটকরা হলো, বালুখালী এলাকার ফরিদ আলমের ছেলে মো. কায়সার (২১), মৃত মোঃ আলমের ছেলে ফরিদ আলম (৪৭), ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর কবিরের ছেলে ফোরকান (২৩), ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জোস মোহাম্মদের ছেলে আব্দুল কাদের (২০)।
মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। এব্যাপারে মামলা করে আটকদের আদালতের প্রেরণের প্রস্তুতি চলছে।











মন্তব্য