মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের রসুলপুর বাজার সংলগ্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর সামনে পুকুর থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। পুকুর মালিক সমির রায় বলেন আমাদে পুকুর থেকে আমরা বালু উত্তোলন করছি। ড্রেজার মেশিন মালিক ফরিদ কে বালু উত্তোলন স্থানে পাওয়া যায়নি । তবে তার শ্রমিকরা বলেন আমরা শ্রমিক কামলা কাজে আনছে তাই কাজ করছি।স্থানীয় লোকজন বলেন পুকুরের দই পাশে স্কুল ও কলেজ এছাড়া পাশে রাস্তা পুকুর থেকে বালু উত্তোলন করছে যে কোন সময় স্থাপনার ক্ষতি হতে পারে।সালথা উপজেলা নির্বাহী অফিসার এর সরকারি ফোনে কল করলে জানান ঘটনা স্থানে গিয়ে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য