রিপোর্ট আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা রেঁনেসা সংঘের উদ্যোগে কাঞ্চনা প্রিমিয়ার লিগ ১৩ তম ক্রিকেট টুর্নামেন্ট উৎসব মূখর পরিবেশে,আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা করা হয়েছে।কাঞ্চনা ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা আবু তাহের,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকাল তিনটার দিকে,টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ আরাফাতের সঞ্চালনায়, উদ্বোধনী খেলার,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরমান হোসেন,অবশরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।শাহাদাত হোসাইন প্রতিষ্ঠাতা, মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশন।মোহাম্মদ নাসির, মনজুরুল আলম সহ উপবিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য কাঞ্চনা ক্যাপিটেল দলের স্পন্সর হলেন মেসার্স শাহ মজি দিয়া ট্রেডার্স। দুরন্ত কাঞ্চনার স্পন্সর হলেন মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশন,কাঞ্চনা রয়েল্স এর স্পন্সর হলেন মোহাম্মদ শহিদুল ইসলাম। কাঞ্চনা কিংস এর স্পন্সর হলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম ফাউন্ডেশন।কাঞ্চনা গ্লাডিয়ার্স এর স্পন্সর হলেন আবদুল আজিজ।
মন্তব্য