মিজানুর রহমান কুড়িগ্রাম>>> নাগেশ্বরীতে জালিয়াত চক্রের তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার বিকেলে বিএসসি মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।মামলা সুত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে বিএসসি মোড়ের নুর কম্পিউটারের মালিক আসাদুজ্জামান নুর,জননী ফটোকপি দোকানের মালিক হাফিজুর রহমান জমির খতিয়ান, ওয়ারিশ সনদ,আদালতের বিভিন্ন চিঠির ভুয়া জবাব,সরকারী বিভিন্ন অফিসের ভুয়া চিঠি তৈরি করে মানুষের সাথে প্রতারনা করে আসছে।এতে ব্যবহার করছেন বিভিন্ন অফিসের কর্মকর্তাদের নাম সম্বলিত সিলমোহর।সোমবার দুপুরে তাদের নিকট একটি জাল খতিয়ান নিয়ে জনৈক আব্দুল আজিজ উপজেলা ভুমি অফিসে যান।সন্দেহ হওয়ায় তাকে আটক করে তার তথ্যে নুর ও জননী কম্পিউটার দোকান দুইটিতে অভিযান চালিয়ে সকল সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।এসময় পালিয়ে যায় পৌরসভার সাঞ্জুয়ারভিটা গ্রামের নুরল ইসলামের ছেলে বদরুল আলম।পরে ঐদিন রাতে ভুমি অফিসের নাজির শফিকুল ইসলাম বাদী হয়ে ভুমি অপরাধ আইন ২০২৩ এর ১৬ ধারায় ও জাল জালিয়াতী আইনে তাদেরকে আসামী করে নাগেশ্বরী থানায় পৃথক দুইটি মামলা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান জানান,এ চক্রটি অনেকদিন ধরে এ অপকর্ম করে আসছে।সোমবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দোকান দুইটিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান,আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য