মোঃ সুমন মিয়া লালমনিরহাট প্রতিনিধি >>> লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাজির গোমানী সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন।আহতরা হলেন- অনুজ কুমার ও মনিরুজ্জামান। বর্তমানে তারা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার জগৎবেড় ইউনিয়নের নাজির গোমানী সীমান্ত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত দুই সদস্য ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধীন নাজির গোমানী ক্যাম্পে কর্মরত ছিলেন।ঘটনার সূত্রপাত হয় যখন বিজিবির একটি নিয়মিত টহল দল ওই সীমান্ত এলাকায় কয়েকজন মাদক চোরাকারবারীকে ধরতে চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে মাদককারবারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। যা পরে জব্দ করে বিজিবি।জব্দকৃত মোটরসাইকেলটি নিয়ে বিজিবি সদস্যরা অভিযুক্তদের বাড়ির সামনে অবস্থান নেয়। কিছু সময় পর ওই মাদক চক্রের সদস্যরা সংঘবদ্ধ হয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন বিজিবি সদস্য অনুজ কুমার ও মনিরুজ্জামান।এ ঘটনায় রোববার দুপুরে নাজির গোমানী ক্যাম্পের কমান্ডার হাসিবুর রহমান পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, সরকারি কাজে বাধা ও বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে একটি মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে।
মন্তব্য