তানোর(রাজশাহী)প্রতিনিধি>>>আর কিছুক্ষণ পরই একুশে ফেব্রুয়ারি ৷ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো জাতি।বায়ান্নর ৮ ই ফাল্গুন কৃষ্ণচূড়াঁ ফুলে যে রক্তের রঙ একেঁ ভাষাপ্রেমের দৃষ্টান্ত রেখেছিলো বাঙালি সন্তানেরা,মাতৃভাষায় প্রাণ দিতে যারা হয়ে গেলো প্রাণ হারা,সেই সন্তানদের শ্রদ্ধায় স্মরণ ও শোকের রক্তঝরা দিন একুশে ফেব্রুয়ারি।এদিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তানোর উপজেলা বহিপ্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণ রঙিন হয়ে উঠছে শিল্পীর রঙতুলিতে।শহীদ মিনারের পাঁচটি স্তম্ভ এবং বেদী ধুয়েমুছে রঙ করা হয়েছে।আশেপাশের দেয়ালেও লেগেছে রঙ।এর ওপর আল্পনা করছেন শিল্পীরা। একইসঙ্গে লেখা হচ্ছে ভাষা আন্দোলনের বিভিন্ন স্লোগান এবং কবিতার বিশেষ পঙক্তিমালা।
মন্তব্য