নুর ইসলাম নোবেল,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান >>> রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের আবু বকর সিদ্দিক এর কৃতি সন্তান (তৃতীয় সন্তান)উদিয়মান তরুণ প্রজন্মের তরুন ইসলামী বক্তা বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়া ০২ এ কর্মরত মোঃ আরিফুজ্জামান, সে কোলকোন্দ তাকিয়া শরীফ হাফিজিয়া আলিম মাদ্রাসার থেকে ২০১০ সালে দাখিলে গোল্ডেন A+ পেয়ে রংপুর সরকারী কলেজে এইচএসসি বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পায়, কিন্তু কলেজে ভর্তি হলে থাকবেন কিভাবে খাবেন কী পড়ে যান বিপাকে, একজনের সহায়তায় টিউশনি ম্যানেজ করার পর কলেজে ভর্তি হোন,উক্ত কলেজে ফরম উত্তোলন ও ভর্তি হওয়ার টাকা জোগাড় করেন টিউশনি করানোর টাকা থেকে, ২০১২ সালে জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হোন উক্ত কলেজ থেকে।অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ের ফরম তুলতে না পারলেও ভর্তি হোন কারমাইকেল কলেজের রসায়ন বিভাগে। প্রথম বর্ষে থাকা অবস্থায় পল্লীবদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে যোগদান করেন।বর্তমানে লাইনম্যান হিসেবে কর্মরত থাকা অবস্থায় দাওরায়ে হাদীস সম্পন্ন করেছেন এবং একটি মাসজিদে জুম্মার খতিব হিসেবে নিযুক্ত আছেন পাশাপাশি বিভিন্ন ইসলামিক মাহফিলে বক্তা হিসেবে ওয়াজ করে থাকেন।তিনি দলিল দিয়ে কথা বলেন এবং ইংরেজিতে অনর্গল বক্তৃতা করতে পারেন। তিনি সারা বাংলাদেশ থেকে ইসলামী তরুণ বক্তা হিসেবে ডাক পাচ্ছেন এবং ইতিমধ্যেই তিনি অনেক সুনাম অর্জন করেছেন। তিনি সারা দেশ বাসীর কাছে দোয়া প্রার্থী যে ইসলামের খেদমতে আরো বেশি বেশি ইসলামী মাহফিলে বক্তৃতা করতে পারেন।
মন্তব্য