জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি
পাবনা সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নে ২৩ অক্টোবর সোমবার সকালে পদ্মা নদী থেকে অবৈধভাবে ইলিশ মাছ ধরার সময় ৩ জনকে আটক করেছে নাজিরগঞ্জ নৌ-ফাঁড়ির পুলিশ।এ সময়ে আটককৃতদের কাছ থেকে মাছ ধরার কাজে ব্যবহিত একটি টলার ও অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক দৈর্ঘ ২০০০ মিটার ও প্রস্থ ০৫ মিটার এবং টলারটির মূল্য আনুমানিক ৪০০০০( চল্লিশ হাজার) টাকা ও জালের মূল্য আনুমানিক ৬০০০০( ষাটহাজার) টাকা।পদ্মা নদী থেকে অবৈধভাবে মাছ ধরার সময় আটককৃত ব্যাক্তিরা হলেন, মোঃইব্রাহিম মন্ডল ( ৪০) পিতা মৃতহাবিব মন্ডল, মোঃ চানু শেখ পিতা মোঃ শাজাহান শেখ, মোঃ আইজ উদ্দিন শিকদার(৬৪) পিতা মৃত আহচান শিকদার। সর্বসাং পশ্চিম ছারোয়া ( মাধবপুর) ইউনিয়ন রতন দিয়া থানা কালুখালী জেলা রাজবাড়ী ।এ বিষয়ে নাজিরগঞ্জ নৌ-ফাঁড়ির ইনচার্জ মো: সাইদুর রহমান জানান, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে, কোন ধরনের ছাড় দেওয়া হবে না।আটককৃত আসামি দের বিরুদ্ধে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে
মন্তব্য