আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।গেল শনিবার (১১ এপ্রিল) রাতে বহদ্দারহাট বারৈয়পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বাকলিয়া থানা পুলিশ।পুলিশ জানায়,বাকলিয়া এলাকায় জোড়া খুনের ঘটনায় হওয়া মামলায় উচ্চ আদালত থেকে গত ১০ এপ্রিল আগাম জামিন পান তামান্না। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আদালতের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি তিনি।জোড়া খুনের ঘটনায় ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন তামান্নাসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।উল্লেখ্য,শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পরে তার স্ত্রী তামান্না ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে চরম অপমান করেন। তার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছিল।ভিডিওটিতে তামান্নাকে বলতে শোনা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।বাকলিয়া থানার ওসি জানান, গ্রেফতারের সময় তামান্না হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন বলে জানান। কিন্তু তার কোন কাগজপত্র তিনি দেখাতে পারেনি,বাড়ইপাড়া থেকে সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। এক্সেস রোডের আলোচিত ডাবল মার্ডারের এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য