জিয়া (নরসিংদী) শিবপুর প্রতিনিধি >>> শিবপুর উপজেলার ইটাখোলা সিএনজি স্ট্যান্ড এর মালিক শ্রমিকদের উদ্যোগে সিএনজি চালক ম’রহুম বুরুজ মিয়া ও প্র’য়াত সকল শ্রমিকদের রু’হের মাগফেরাত কামনা করে দোয়া, মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ) সন্ধ্যায় ইটাখোলা গোলচত্বর সিএনজি স্ট্যান্ডে এ দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়।শ্রমিক নেতা ইমরান মৃধা, তালেব খান, ও সুজন এর সার্বিক তত্ত্বাবধানে এবং মাছুম বিল্লাহ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নরসিংদী জেলা অটো টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক,মো:বজলুর রহমান মুন্সী।
শ্রমিক নেতা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুটিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান বশির, সাবেক জেলা শ্রমিক নেতা হুমায়ুন,বিশিষ্ট সমাজসেবক জনাব আমজাদ হোসেন,কারিম আহসান, বাদল মিয়া, রাজেন্দ্রপুর স্ট্যান্ড এর শ্রমিক নেতা পলাশ। উপস্থিত ছিলেন যুবদল নেতা মোকারম গাজী, আওলাদ গাজী, রুবেল গাজীসহ সিএনজি, মালিক শ্রমিক এর নেতৃবৃন্দ।
আলোচনা শেষে প্রয়াত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা হাবিবুল্লাহ শহীদ।











মন্তব্য