৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়া উপজেলা আ.লীগ নেতা প্রদীপ গ্রেফতার আমি রাজমিস্ত্রির ছেলে হয়ে এমপি ইলেকশন করছি।প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট : হাসনাত আবদুল্লাহ তাহিরপুর টিটিসি দ্রুত বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। নিজেদের চরিত্র ও আচরণ সংশোধন করতে হবে-ডিসি জাহিদুল দেশের টাকা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন আওয়ামী নেতারা  “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা টোল প্লাজায় চেকপোষ্ট হতে পিস্তল ও গুলিসহ আটক ০১ পটিয়ায় ডিএনসির পৃথক অভিযানে ১৩হাজার ইয়াবা সহ ৩জন গ্রেফতার রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় দফার অভিযানে আটক ৭২
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • চিত্র বিচিত্র >> জীবন গল্প >> সিলেব্রিটি
  • ” কবি “শামীমা নাইসের জীবনী
  • ” কবি “শামীমা নাইসের জীবনী

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    লেখক,শামীম নাইসঃ

    “কবি “শামীমা নাইস সমকালীন বাংলা কবিতায় একটি প্রিয় নাম। বিষয় বৈচিত্র্যে, আঙ্গিক- বিন্যাসে, শব্দ ব্যবহারে, রূপক, উপমায়, ধ্বনি-অনুরণনেও তাঁর কবিতা সমহিমায় সমুজ্জ্বল। তিনি তৈরি করে নিয়েছেন তাঁর কবিতার বাক বদলের স্বতন্ত্র ধারা, বিমূর্ত জগৎ। আধুনিক কবিতা বিনির্মাণে তিনি দেখিয়েছেন তাঁর অকৃত্রিম মুন্সিয়ানা, দক্ষতার ব্যঞ্জনা। ভালোবাসার কবিতায় তিনি যেমন স্বতঃস্ফূর্ত ও সপ্রাণ, তেমনি দ্রোহ ও প্রতিবাদী চেতনায়ও উচ্চকণ্ঠ।জীবনের পরতে পরতে নানা ঘটনা পরম্পরায় ঘাত-প্রতিঘাতে শামীমা নাইস পরিবর্তন করেছেন কবিতার আবহ, জানানা দিয়েছেন তাঁর বিচিত্র ও সর্বমুখী ভাবনার কথকতা। তাঁর কবিত্বশক্তিই তার সূক্ষ্ম উৎসমূল, নিরন্তর পথ চলার প্রেরণা। তাঁর চিন্তা-শক্তি ও রচনাভঙ্গি গভীরতার পরিণতির দিকে ধাবিত। তিনি বিশিষ্ট তাঁর বক্তব্যে, স্বতন্ত্র তাঁর নিজস্ব দৃষ্টি ও সৃষ্টিশক্তিতে। কাব্য রচনায় নিরলস পরিশ্রমের একজন ব্যতিক্রমধর্মী কবি তিনি। তিনি তাঁর কবিতায় আশার কথা বলেন, ভালোবাসার কথা বলেন, নারী পুরুষের আত্মশক্তি আর সমতার কথা বলেন। সুষ্পষ্টভাবে যোগ হয় মানবতা আর সম্প্রীতির কথাও।কবিতা আবৃত্তিতেও শামীমা নাইস সুনিপুণ। তাঁর দৃঢ় উচ্চারণে কবিতা হয়ে ওঠে আরো জীবন্ত, প্রাণবন্ত। তিনি তাঁর আপন আলোয় পথ চলেন। সেসব কারণে শূন্যতার প্রতিবিম্বেও দেখেন অতল জোছনা। কবিতা তাঁর ধ্যান-জ্ঞান-সাধনা। কবিতা তাঁর প্রেম। ভিন্ন আঙ্গিক বা মাত্রায় লেখার কারণে তাঁর লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘নিমগ্ন প্রার্থনায় তুমি’ কবিতাপ্রেমীদের মনে সাগ্রহে ঠাঁই করে নিয়েছে। তিনি তাঁর লেখায় বহ্নিশিখার মতো জ্বলে ওঠেন। ‘শূন্যতার প্রতিবিম্বে অতল জোছনা’ কবি শামীমা নাইসের দ্বিতীয় কাব্যগ্রন্থ। পাঠকপ্রিয় জাতীয় পত্রিকাসমূহে এবং বিভিন্ন লিটল ম্যাগাজিনে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে। তিনি ছাত্রজীবন থেকেই শিল্প সাহিত্য সংস্কৃতি চার্চায় মনোযোগী হন। লেখালেখির পাশাপাশি বিভিন্ন উৎসবে এবং রেডিওতে কবিতা আবৃত্তি করেন। বৃত্তবন্দী নারীদের পশ্চাৎপদ জীবন তাকে পীড়া দেয়। তাই তিনি অগ্রবর্তী অসাম্প্রদায়িক চেতনার মানুষ হিসেবে নারী পুরুষের সমতার কথা বলেন।মা অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ারা বেগম, বাবা সরকারি কর্মকর্তা নূরুল হুদার কাছে লেখালেখি এবং সাংস্কৃতিক কর্মোৎসাহে ঋদ্ধ হয়েছেন শামীমা নাইস। তিনি ১৯ জানুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেন এবং একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। ইতিবাচক চিন্তায়, শৈল্পিক ভাবনার বিষয় বৈচিত্র্যে অসাধারণ ব্যক্তিত্ববোধে অনন্য, কবি শামীমা নাইস তাঁর কবিতার মতোই নান্দনিক।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page