সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> বর্ডার গার্ড বাংলাদেশ জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র পৃথক কয়েকটি অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পন্য উদ্ধার করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায় ০৬ অক্টোবর ২০২৪ তারিখ বিভিন্ন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার আখালিয়াস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সুরাইঘাট এবং লোভাছড়া বিওপি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে।এদিন বিকেল ৩:১০ ঘটিকায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী মালীগ্রাম নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৩৫০০ কেজি ভারতীয় চিনি আটক করে। আটককৃত ভারতীয় চিনির বাজার মূল্য প্রায় ২০,২৫,০০০/- টাকা সমপরিমাণ।একই দিনে ভোর ৫:৩০ ঘটিকায় অন্য এক অভিযানে সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী চতুল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২১৬ কেজি ভারতীয় চা পাতা এবং ০১ টি টাকা পিকআপ আটক করে।যার সিজার মূল্য আনুমানিক ১৫,৮৬,৪০০/- টাকা সমপরিমাণ।দিনের অপর অভিযানে ০০:৩০ ঘটিকায় লোভাছড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী মঙ্গলপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৮৫০ কেজি ভারতীয় চিনি আটক করে।যার আনুমানিক বাজার মূল্য ১,২৭,৫০০/- টাকা সমপরিমাণ।বিজিবি সূত্রে জানানো হয় রবিবার (৬ই অক্টোবর)’র আটককৃত মালামালের সর্বমোট বাজারমূল্য মূল্য ৩৭,৩৮,৯০০ টাকার মত।এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোঃ আসাদুন্নবি পিএসসি বলেন,সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে।এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।তিনি নিশ্চিত করেন সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সেই সাথে আটককৃত পন্য নিকটস্থ শূল্ক গুদামে হস্তান্তর করা হবে।
মন্তব্য