মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> সারাদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বান্দরবান জেলা শহরের সাধারণ মানুষ ও পর্যটকরা। শুক্রবার সকাল থেকে বান্দরবান শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ না থাকায় শহরের ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল-মোটেল, রেস্টুরেন্টসহ গুরুত্বপূর্ণ স্থানে বিপর্যস্ত অবস্থা সৃষ্টি হয়।এদিকে ছুটির দিনে বান্দরবানে পর্যটকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের বালাঘাটা, মেঘলা, নীলাচল, স্বর্ণমন্দিরসহ বিভিন্ন পর্যটন স্পটে ছিল দেশি-বিদেশি ভ্রমণপিপাসুদের ভিড়। তবে বিদ্যুৎ না থাকায় অনেক পর্যটকই হোটেলে গরমে অস্বস্তি ও খাবার সংরক্ষণে সমস্যার অভিযোগ করেন।বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানান, চট্টগ্রামের দোহাজারী থেকে বান্দরবান পর্যন্ত মূল লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সেই কারণেই জেলা শহরসহ পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের একাধিক টিম মাঠে কাজ করছে বলেও জানানো হয়।এদিকে সারাদিনের এই বিদ্যুৎ বিচ্ছিন্নতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা বলেন, “এমন পর্যটন মৌসুমে বিদ্যুৎ না থাকলে বান্দরবানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।”বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, দোহাজারী লাইন মেরামতের কাজ শেষ হলে রাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।











মন্তব্য