আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ৩ জন, সিআর পরোয়ানা মূলে-২ জন, মোট ৫ আসামীকে গ্রেফতার করেছেন সাতকানিয়া থানা পুলিশ।শুক্রবার (৯ মে) উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন- সাজ্জাদ হোসেন,সাতকানিয়া উপজেলার,উত্তর রামপুর, মনিয়ার পাড়া, ০৭নং ওয়ার্ড,এলাকার,আনোয়ার হোসেন’র পুত্র। জোবাইদুল ইসলাম সাকিব (২০), একই উপজেল জনার কেওচিয়া, ব্যবসায়ী পাড়া, ০৭নং ওয়ার্ড, এলাকার -মোঃ আইয়ুব আলীর পুত্র।আরিফুল ইসলাম তুষার (২২)একই উপজেলার জনার কেওচিয়া, ব্যবসায়ী পাড়া, ০৭নং ওয়ার্ড, এলাকার -আবদুল আলম’র পুত্র।মোঃ নুরুচ্ছফা(৬০), দক্ষিণ ঢেমশা হাদুর বাড়ি এলাকার -মৃত আবুল হোসেন’র পুত্র। লিয়াকত আলী(৪৫), একই উপজেলার পুরানগড় মনেয়াবাদ এলাকার -মৃত ইসলাম মিয়ার পুত্র।বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহেদুল ইসলাম জানান,উপজেলার প্রত্যেক এলাকাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।যেসব এলাকা অপরাধপ্রবণ সেগুলোকে আমরা আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি। চোর-ছিনতাইকারীদের ধরতে আমাদের পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি বৃদ্ধি করেছি।তারই অংশ বিশেষ বিভিন্ন মামলার পাঁচজন আসামি গ্রেফতার করা হয়,গ্রেপ্তারকৃত আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য