নিউজ ডেক্স >>> চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৪০৪ পিস ইয়াবাসহ মো. সাকের নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম। আটক সাকের ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।সেনাবাহিনীর সাতকানিয়া ক্যাম্প সূত্রে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মাদারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। সাকেরের বাড়িতে তল্লাশির সময় তার কাছ থেকে ৪০৪ পিস ইয়াবা, ৭টি দিয়াশলাই, ৪টি মোবাইল ফোন ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।সাতকানিয়া আর্মি ক্যাম্প কমান্ডার মো. শামীম পারভেজ বলেন, “দেশ থেকে মাদকসহ সব ধরনের অপরাধ দূর করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সাধারণ জনগণের তথ্য সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”গ্রেপ্তারকৃত সাকেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।এ বিষয়ে সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা বলেন, “সেনাবাহিনী এক মাদককারবারিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।”স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।











মন্তব্য