মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুরে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেনের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।আজ সোমবার(১২মে) দুপুর ১.৩০৯টার দিকে উপজেলার গড়বাড়ি বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়া হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন তাঁর কক্ষে তালা দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উত্তেজিত জনতা উপজেলার গড়বাড়ি বাজারে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা ওই বাজারে অবস্থিত কাকড়াজান ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে স্থানীয় বাসিন্দা আমির হামজা শিকদার, হাজী ওসমান গনি, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক তালুকদার, মোজাম্মেল হক বক্তব্য দেন।৮এ সময় বক্তারা বলেন, চেয়ারম্যান দুলাল হোসেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দুটি হত্যা মামলার আসামি হয়েও নির্বিঘ্নে পরিষদের কার্যক্রম পরিচালনা করে ঘুরে বেড়াচ্ছে। এসময় উপস্থিত জনতা অবিলম্বে চেয়ারম্যানের কবিরুদ্ধে আইনি পদক্ষেপের জোর দাবি জানান। এ ইউনিয়নের জনগণের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার অনুরোধ করেন।মুঠোফোনে দুলাল হোসেন তার কক্ষে তালা প্রসঙ্গে এ প্রতিবেদকে জানায়, বিএনপির নেতাকর্মীরা প্রতিহিংসার বশবর্তী হয়ে এ কাজ করেছে। সাধারণ জনতা এ কাজ করেনি বলে তিনি দাবি করেন। এ বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু বলেন, বিএনপির পক্ষ থেকে তালা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। শুনেছি স্থানীয় জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে হত্যা মামলার আসামি দুলাল হোসেনের কক্ষে তালা দিয়েছে। েতিনি আরও জানান, তার দল বিএনপির নেতাকর্মীরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপস্থিত উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেছে।অপরদিকে বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম মুক্তা পরিষদে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় সেবা বিঘ্নিত হচ্ছিল।পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে জেলা প্রশাসককে জানানো হলে, আজ উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদকে ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। স্থানীয় এক সেবা প্রত্যাশী কৃষককে লাথি দেওয়ার ঘটনার পর চেয়ারম্যান গা ঢাকা দেয়।এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভুঞা ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী পৃথক পৃথকক বক্তব্যে জানায়, ঘটনাটি শুনেছি। এ বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য