মুবিনুল হক চৌধুরী চকরিয়া>>> শহিদ অ্যাডভোকেট সাইফুল ইসলামের জানাজার দৃশ্য ছিল এক হৃদয়বিদারক অধ্যায়।হাসনাত আব্দুল্লাহ,সারজিস ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের আমীর শাহজান চৌধুরী উপস্থিতি এবং জনতার ঢল যেন এক শোকের স্রোত বইয়ে দিয়েছিল। জানাজার নামাজে সকলের অশ্রুসিক্ত চোখ,খোলা আকাশের নিচে দোয়া আর কান্নার এক অভূতপূর্ব সমাবেশ ছিল।তিনি ছিলেন আদর্শ,ন্যায়ের প্রতীক এবং সাম্যের জন্য নিবেদিতপ্রাণ এক সংগ্রামী নেতা।তাঁর চলে যাওয়া শুধু এক পরিবারের শোক নয়,বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস যেন তাঁর জন্য দোয়া হয়ে আকাশে ভাসছিল।তাঁর ত্যাগ,সংগ্রাম,এবং আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ মানুষ কেঁদেছে।হয়তো এই কান্না শুধু শোকের নয়,বরং তার স্বপ্ন বাস্তবায়নের জন্য এক অঙ্গীকার। “তুমি শহিদ, তুমি অমর; তোমার আদর্শ আমাদের হৃদয়ে চিরজাগ্রত।”
মন্তব্য