আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি >>> রাজবাড়ীতে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াদ আলি শেখ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। রবিবার দুপুরে রাজবাড়ী–শ্রীপুর সড়কের পাবলিক হেলথ কার্যালয়ের পাশেই এ দুর্ঘটনা ঘটে।নিহত রিয়াদ আলি শেখ রাজবাড়ী সদর উপজেলার ধুলদি দাদশি এলাকার রহত আলি শেখের ছেলে। তিনি স্থানীয় কাদেরিয়া বেকারিতে চাকরি করতেন। জানা nগেছে, দোকানের মালপত্র কিনতে তাকে পাঠানো হয়। পথে পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে উঠে শ্রীপুর থেকে বড়পুলের দিকে ফিরছিলেন রিয়াদ।ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে bমোটরসাইকেলটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে রিয়াদ গুরুতর আহত হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রিয়াদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।











মন্তব্য