মোঃ আতিয়ার রহমান উপজেলা প্রতিনিধি মনিরামপুর যশোর>>>
মটর সাইকেল আর চালানো হলোনা যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটির শয়লার গ্রামের নাঈমের। তার পিতার নাম আঃ করিম মড়ল। বৃহস্পতিবার বন্ধুর বাড়িতে নিমন্ত্রন খাবার জন্য মটর সাইকেল নিয়ে বের হয়। আনুমানিক বেলা ১টার দিকে রওয়ানা হয়ে বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণে কুকুরের সাথে বাইকের সংঘর্ষে সে মারাত্মক ভাবে আহত হয় এবং প্রথমে তাকে যশোর আড়াইশো বেড হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে কতৃপক্ষ তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজেউন)।উল্লেখ্য কুকুরটি ঘটনাস্থলেই মারা গেছে।গাড়ির বেপরোয়া গতিই হলো দূর্ঘটনার বা মৃত্যুর মূল কারণ।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যক্তিগত জীবনে নাঈম খুব ভদ্র ও অমায়িক প্রকৃতির ছেলে ছিল।আসুন অন্যকে দেখে আমরা সতর্ক হই। বাইকের গতি কমিয়ে চলি। মনে রাখবেন “যত গতি ততো ক্ষতি”। আপনার সন্তানকে বুঝান।
মন্তব্য