নাজিয়া আফরিন কাব্যগ্রন্থঃ অনুভবের অনুভূতি >>>
.…..………..…..…..……….
হাসি যখন রিনরিন বাজে,
মনেরও ভেতর গুড়ু গুড়ু ডাকে,
মেঘে ঢাকা মন, ব্যথারই সাজে,
বুঝলে না তুমি কভূ, বুঝলে না আগে।
কত যে রঙিন আল্পনা ডালে,
সাজিয়েছি তোমায়, কি সাজে বারে বারে।
যখনই ভাবি, ভুলে যাবো তারে,
কি জানি, কি হয় মনেরই ঘরে।
মুষল ধারে বরষও ঝড়ে,
কাঁদে গো ভূবন, কাদেঁ হুংকারে।
রিক্ত মনে আজ, সিক্ত নয়ন,
কি করি আজ, তুই বল বাতায়ন?
মন্তব্য