মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী>>
দক্ষিণা হাওয়ায় জানিয়ে দেয়
বসন্ত এসে আগত।
আপন মনেই যেন সবাইমিলে
করছে বরণ স্বাগত।
ফাগুন মাসেই যে আগুন ধরে
গরমের তান্ডবে গায়।
সবার মনে ‘বসন্তের আগমনে
শুধু যেন দোল খায়।
বসন্ত এলেই রোজ ঝরে পড়ে
সকল গাছের পাতা।
গাছপালা ছাড়া কখনো’ই হয়
কি কোনো যে লতা।
বসন্ত এলে কোকিলের ডাকে
জাগরিত নানান বন।
পাতা ঝরে যায় পাতা গজায়
খুশি গাছ পালার মন।
ফাগুনের মাঝেই আগুন ধরে
গায়ে দেয় গামছা।
ভরে উঠুক সবার মাঝে মাঝে
বসন্তের শুভেচ্ছা।
মন্তব্য