৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
অসহায় নারীকে জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি মানবিক সহায়তা পিরোজপুর-২ আসনে নেছারাবাদ থেকে বিএনপি প্রার্থী চেয়ে হাতে ব্যানার নিয়ে নারীদের মিছিল বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন সহযোগিতার অঙ্গীকার ৩ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি অবৈধ কাঠ আটক শোক সংবাদ। তানোরে বিষ পানে গৃহবধূর মৃত্যু লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারেজ এলাকা দেখা মিলে কাঞ্চনজঙ্ঘা সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নে সমাজসেবায় কাজ করতে চান মোঃ শাহাদাত হোসেন চট্টগ্রামে বিএনপির এমপি প্রার্থী সহ গুলিবিদ্ধ ২ একজন আশঙ্কা জনক সাতকানিয়ায় এস এস সি ও আলীম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • দেবিদ্বারে সড়কের কাজ নিম্নমানের তাই কাজ বন্ধ করে দিল এন সি পি নেতা হাসনাত আব্দুল্লাহ্
  • দেবিদ্বারে সড়কের কাজ নিম্নমানের তাই কাজ বন্ধ করে দিল এন সি পি নেতা হাসনাত আব্দুল্লাহ্

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবীদ্বার (কুমিল্লা) >>> কুমিল্লার দেবীদ্বারে এলজিইডির একটি সড়কের কার্পেটিং এর কাজ নিম্নমানের হওয়ায় কাজটি বন্ধ করে দিয়েছে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
    সোমবার বিকেল ৫টায় হাসনাত আব্দুল্লাহ তার নিজ এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয়দের অভিযোগ পেয়ে তিনি সড়কটি পরিদর্শনে যান। এ সড়কটি উপজেলা সদরের সুবিল, ফতেহাবাদ, রসুলপুর ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম সড়ক। দির্ঘদিন কাজটি সম্পন্ন না করায় জনদূর্ভোগ ছিল সীমাহীন।সদ্য কার্পেটিং করা সড়কের পিচগুলো তিনি নিজেই হাতের আঙ্গুলে তুলে ফেলেন। সড়কের কাজ নিন্মমানের অভিযোগ এনে সড়কে কাজ বন্ধ করে দিতে উপজেলা প্রকৌশলীকে বলেন।
    সংবাদ পেয়ে উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার ঘটনাস্থলে যান। সেখানে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলেন এবং কাজটি দ্রুত সম্পন্ন করবেন বলে তিনি জানান।উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার জানান, প্রায় ৫ বছর পূর্বে অর্থাৎ ২০১৮ সালে রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজার পর্যন্ত প্রায় ২ হাজার মিটার সড়কের কাজ পায়, ‘মেসার্স আরতার এন্ড ইয়েষ্টেড ইন্টারন্যাশনাল’ কোং লিঃ। এ কাজের তৎকালীন প্রাক্কলন ব্যায় ধরা হয়েছিল প্রায় সোয়া ২ কোটি টাকা। বর্তমান বাজার মূল্যে কজটি করতে ঠিকাদার আপত্তি করলেও চাপের মুখে কার্পেটিং এর কাজ শুরু করেন। ওই কাজটি করেন সুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের সরকার (সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি)। তৎকালীন করোনাকালীন সময় হওয়ায় মেকাডন করার পর ৪ বছরেও আর কার্পেটিং করা হয়নি। দির্ঘদিন কাজটি পড়েছিল। বর্তমান সরকারের আমলে গত মে মাসে আবু তাহের সরকার কার্পেটিং এর কাজ ধরেন। আজ (২৩ জুন) সোমবার বিকেলে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন কালে কার্পেটিং নিয়ে আপত্তি করেন। চলতি অর্থ বছরে কাজটি সম্পন্ন না হলে আগামী বাজেটে কাজটি করতে হবে।ছবির ক্যাপশনঃ দেবীদ্বারের একটি সড়কের সদ্য কার্পেটিং এর কাজ পরিদর্শনে হাসনাত আব্দুল্লাহ নিজ হাতের আঙ্গুলে উঠে ফেলেন, এবং সড়কটির বেহাল অবস্থার চিত্র।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page