সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট>>সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ৪০ বস্তা ভারতীয় চিনি ও একটি ডিআই পিকআপ সহ একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। ১৫ই জুন বৃহস্পতিবার ভোর ৫:৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার উপ পরিদর্শক মো হাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর বাসষ্টেশন সংলগ্ন হানিফ ষ্টোর এর পাশে যাত্রী ছাউনির সামনে সড়কে একটি ডিআই পিকআপ সহ ৪০ বস্তা ভারতীয় চিনি এবং এই অবৈধ পন্যের সাথে থাকা আসকর আলি (৩২) নামক ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃত আসকর আলি জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত হেমুদত্তপাড়া গ্রামের মৃত হারিস মিয়ার পুত্র। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হাগ্রহন প্রক্রিয়াধীন।এদিকে ৪০ বস্তা চিনিসহ ডিআই গাড়ী ও আসকর আলি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক। তিনি জানান সিলেট জেলা পুলিশের মান্যবর পুলিশ সুপারের নির্দেশক্রমে,অপরাধ দমন,আসমি আটকসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ ও গ্রেফতারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। তিনি আরো জানান আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মাদকসহ চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
মন্তব্য