সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুরে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক ( পুরুষ ও মহিলা) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০শে সেপ্টেম্বর) দুপুর ১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত ২২শে সেপ্টেম্বর হতে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই মৌলিক প্রশিক্ষণের আয়োজক ছিলো জৈন্তাপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।সমাপনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।এ সময় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের উদ্দেশ্য তিনি বলেন, পল্লী এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে যে কোন প্রাকৃতিক দুর্যোগ,রাষ্ট্রিয় দিবস, ধর্মীয় উৎসব,সকল ধরণের নির্বাচন থেকে শুরু করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।তিনি আরো বলেন,আর অল্প কয়েকদিন পর শারদীয় উৎসব দূর্গা পূজা শুরু হতে যাচ্ছে।পূজা চলাকালীন এই সময়টাতে আনসার ও ভিডিপির সদস্যরা দিনরাত এক করে পূজা মন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন।তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি পুরুষ ও নারী সদস্যদের নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহবান জানান।এ সময় সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রশিক্ষিকা হেপী রানী সরকার,৪ নং দরবস্ত ইউনিয়ন দলনেতা রশিদ আহমেদ,দরবস্ত ইউনিয়ন দলনেত্রী খোদেজা বেগম সহ প্রশিক্ষণ অংশ নেয়া ভিডিপি সদস্য সহ অন্যান্যারা।
মন্তব্য