আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি
কমখরচে নগরবাসী সবার জন্য চিকিৎসা সেবার অঙ্গিকার নিয়ে জামালপুরে নগর মাতৃসদন এর উদ্বোধন করা হয়েছে।স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসের ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায়ের আওতায় ও জামালপুর পৌরসভার বাস্তবায়নে আজ দুপুরে শহরের পশ্চিম ফুলবাড়ীয়ায় নগর মাতৃসদন এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের প্রকল্প পরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান।উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।এসময় জামালপুর পৌরসভার পক্ষ থেকে একটি এম্বুলেন্স নগর মাতৃসদনে হস্তান্তর করা হয় এবং পৌরসভার ১২ ওয়ার্ডের ১২০ জনের মাঝে পারিবারিক স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
মন্তব্য