ডা. আজাদ খান ব্যুরো চিফ ময়মনসিংহ >>> জামালপুর শহরের স্টেশন রোডস্হ হাজি মার্কেট এর তৃতীয় তলায় শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় তাদের নিজস্ব কার্যালয়ে জামালপুর থেকে পরিচালত দৈনিক জামালপুর বার্তা ডটকমের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্পাদক মন্ডলীর সভাপতি মো. ইমরান কাইসার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য-সচিব মো: সোহেল রানা খান।এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ প্রবীণ সাংবাদিক কাফি পারভেজ।দৈনিক জামালপুর বার্তার সম্পাদক মাহমুদ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি সোহেল রানা খান তাঁর বক্তব্যে বলেন ”সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ ” সত্যের পক্ষে সব সময় যুদ্ধ করে সত্যকে প্রতিষ্ঠা করাই হচ্ছে সাংবাদিকদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমি দৈনিক জামালপুর বার্তা ডটকম এর সকল প্রতিনিধিদের কে বলবো সঠিক তথ্য ও ন্যায় পথে চলে কলম ধরবেন, সত্যকে প্রতিষ্ঠিত করতে কখনো ভয় পাবেন না। তিনি দৈনিক জামালপুর বার্তা ডটকম এর সাফল্য কামনা করেন।এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলাম এর সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দেশের প্রথম ও একমাত্র পর্যটন ভিত্তিক গণমাধ্যম “বাংলাদেশ ট্যুরিজম নিউজ এজেন্সি” র নির্বাহী সম্পাদক সাংবাদিক ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, সিনিয়র সাংবাদিক মো. মনজুরুল হক, মো. মুক্তাদ্দির হোসেন সেলিম, মো. শরিফুল ইসলাম ঝুকন, মো. ফরিদুল ইসলাম প্রমুখ।এ সময় দৈনিক জামালপুর বার্তা ডটকমের সকল সাংবাদিক বৃন্দরাও উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা সাংবাদিকদের প্রতি সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান, সেই সঙ্গে কোনো পক্ষের কাছে বিক্রি না হওয়ার আহ্বান জানান ।আলোচনা ও সম্মাননা স্বারক প্রদান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য