আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে সন্ত্রাসী কায়দায় স্থাপনা নির্মাণ করছে জেসমিন আক্তার নামের এক নারী। ঐ নারী কয়েকদিন ধরে জমিতে নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার চাটখিল থানাধীন ৫১ নং আফছারখিল মৌজার জেলা জরিপী ০৪নং খতিয়ান, এম.আর.আর ০৩নং খতিয়ান, বর্তমান বি.এস জরিপী ১০৩নং ও জমা খারিজী ২৯৯ নং খতিয়ানভূক্ত সাবেক ১২৩ নং হালে ১৫২ দাগে ১.৫৭ একর আন্দরে ১০ শতাংশ ভূমিতে।বুধবার (৪ জুন) সরেজমিনে দেখা গেছে, যে জমি নিয়ে বিরোধ চলছে সে জমিতে নিষেধাজ্ঞার থাকার পরেও হোসেনপুর গ্রামের ফয়েজ উদ্দিন আহমেদের স্ত্রী জেসমিন আক্তার সন্ত্রাসী কায়দায় স্থাপনা নির্মাণের কাজ করছেন।অভিযোগকারী খালেদা খানম বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিপক্ষ জেসমিন আক্তার গত এক সপ্তাহ ধরে তাদের বাড়াটে সন্ত্রাসের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি তিনি চাটখিল থানা পুলিশকে একাধিকবার জানিও কোনভাবে বিরোধপূর্ণ ভূমিতে আদালতের নির্দেশনা মোতাবেক কাজ বন্ধ করা সম্ভব হয় নাই। এসময় তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানালেন।বিবাদী জেসমিন আক্তার বিজ্ঞ আদালতের “স্থিতাবস্থা’র (Statusqus)” বিষয়টি অস্বীকার করে বলেন, খালেদা খানম টাকার বিনিময়ে আদালত কে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ বের করে থাকেন। আর এই স্থিতাবস্থা’র নোটিশটি ও তিনি টাকার বিনিময় করিয়েছেন।আদালতের নির্দেশনা অমান্য বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মহিউদ্দিন খান বলেন আমরা একাধিক বার গিয়ে বাদী বিবাদী উভয় পক্ষকে আদালতের নির্দেশনা মোতাবেক শান্তির শৃঙ্খলা বজায় রেখে থাকার জন্য বলে এসেছি। কিন্তু বিবাদী আমরা চলে আসার পর আদালতের নির্দেশনা মান্য করে নালিশীয় ভূমিতে কাজ করছে, আমরা পুনরায় গেলে তারা পালিয়ে যায়।
মন্তব্য