পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ার মগনামায় সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলছেন গুম, খুন হবেনা এমন বাংলাদেশ বিনির্মানে তরুণেরাই প্রাণ বিসর্জন দিয়েছেন। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে বিএনপি। ভয়কে জয় করতে হবে। ভবিষ্যতে যাতে আর কোন রাষ্ট্র ও সমাজে বৈষম্য না থাকে সে লক্ষ্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এ পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকবনা। সমাজ ও রাষ্ট্রে আমাদেরকে ভালো কাজগুলো খোঁজে নিতে হবে। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করতে হবে। বিগত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিষ্ট মনোভাবাপন্ন রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশে এ অবস্থা সৃষ্টি হয়েছে। অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পিছ পা হলে চলবেনা।গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে মগনামা কাজী বাজারে আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসা সংলগ্ন জামে মসজিদ পুনঃ নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। এসময় উপরোক্ত কথাগুলো বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।সালাহউদ্দিন আহমেদ এর আগমন ও সমাবেশকে সফল ও স্বার্থক করতে বিএনপি ও এর সহযোগী সংগঠনসহ সর্বস্তরের মানুষ সমাবেশে যোগ দেন। এসময় বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করেছে মগনামা ইউনিয়ন যুবদল। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্ব বিশাল মিছিল সমাবেশস্থলে যোগদান করে। এদিন পেকুয়ায় আরও একাধিক অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির এ নেতা। দুপুরে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী চড়ুইভাতি অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমেদ। বিকেলে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় মাঠি আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের অনুষ্ঠিত দুদলের খেলা উপভোগ করতে মাঠে যান বিএনপির এ জৈষ্ঠ্য নেতা।
মন্তব্য