এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় লাইসেন্স না থাকায় বামনী ব্রিকস ম্যানুফেকচার কোম্পানী (বিবিএমসি) নামে একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে রামপুর ৭ নং ওয়ার্ডে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।জানা যায়, মহামান্য হাইকোর্ট ডিভিশনের নির্দেশনার আলোকে পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলার সহযোগিতায় আজ বৃহস্পতিবার বিকেলে রামপুর ইউনিয়নের বিবিএমসি ব্রিক’এ অভিযান পরিচালনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম,পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক জনাব নুর হাসান সজীব। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কোম্পানীগঞ্জ ক্যাম্প, বাংলাদেশ পুলিশ কোম্পানীগঞ্জ থানা ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
মন্তব্য