আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নীলফামারীর কিশোরগঞ্জে চাঁদখানা ইউনিয়ন পরিষদ উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ,শান্তিপুর্ন ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ মে)সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সাব সেন্টারসহ ১০টি কেন্দ্রে এভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আলীগের সমর্থিত প্রার্থী মোস্তাফিজার রহমান যাদু নৌকা প্রতীকে ৪ হাজার ৫০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজিম উদ্দিন আলম সবুজ দুটি পাতা প্রতীকে ৩ হাজার ৮৬৫ ভোট পেয়েছেন। যা প্রাপ্ত ২১হাজার ২০৭ ভোটের মধ্য ১৫ হাজার ১৩ জন নারী-পুরুষের তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।জানা যায়,গত ৬ ফেব্রুয়ারি চেয়ারম্যান হাফিজার রহমান হাফির মৃত্যুতে আসনটি শূন্য হয়ে পড়ে। উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য