কলমে :-নাজিম উদ্দিন
———————————
রেললাইনে গাড়ি উঠে
চলে তেপান্তর,
সেই গাড়িতে চড়ে আমি
যাব দুরান্তর।
দেখবো আমি চক্ষু মেলে
নিত্য নতুন সৃষ্টি,
দেখে দেখে ক্লান্ত হবে
আমার চোখের দৃষ্টি।
সৃষ্টিকর্তা বানিয়েছে
সুন্দর অপার,
সৃষ্টিকর্তা সত্যি তিনি
আজব কারিগর।
পাক মদিনা বানিয়েছে
সৃষ্টির সেরা সৃষ্টি,
স্থির হয়ে দেখি শুধু
সরেনা এই দৃষ্টি।
********************
মন্তব্য