রিপোর্ট: আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে ,উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৪ উপলক্ষে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ জানুয়ারি ২০২৪) সকাল ৯টায় সাতকানিয়া মডেল হাই স্কুল বিভিন্ন কক্ষে দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রম সম্পাদন করার লক্ষ্যে উক্ত প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয় ৷দ্বাদশ সংসদ নির্বাচনের সাতকানিয়া উপজেলায় ১৭ টি ইউনিয়নে প্রিজাইডিং অফিসার-১২৬ জন, সহকারী প্রিজাইডিং- ৭৭৫ জন, পোলিং অফিসার-১৫৫০ জন। পোলিং এজেন্ট প্রতি বুথ প্রাথী প্রতি একজন করে থাকবেন ৷প্রধান অতিথি জনাব আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম জেলা প্রশাসক, বিশেষ অতিথি এস এম শফিউল্লাহ বিপিএম (সেবা )পুলিশ সুপার চট্টগ্রাম ,বিশেষ অতিথি জনাব এনামুল হক জেলা নির্বাচন অফিসার, আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া(সার্কেল) জনাব শিবলী নোমান ,উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমা সাতকানিয়া সহকারি কমিশনার (ভূমি) আরফাত সিদ্দিকী সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার, সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন প্রমূখ ৷ প্রশিক্ষণ কর্মশালায় ভোট গ্রহণ বিষয়ে আচরণবিধি সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়,উৎসবমুখর পরিবেশে সুন্দর সুস্থ ভোট গ্রহণ বিষয়ে অবহিত করা হয় ৷
মন্তব্য