এম ইদ্রিস ইমন, মোংল (বাগেরহাট);
মোংলায় সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবি ও স্থানীয় সুধী সমাজের সাথে মতবিনিময় করছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী। শনিবার বেলা ১১টায় মোংলা থানা ভবনে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম আশরাফুল আলম, মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন। মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার, জাতীয় মৎস্য সমিতির মোংলা শাখা সভাপতি বিদুৎ মন্ডল, মোংলা বাজার মৎস্য সমিতির সভাপতি আফজাল ফরাজি, জেলে সমিতির নেতা আব্দুর রশিদসহ সুধী সমাজের প্রতিনিধিরা।সুধী সমাজ ও সুন্দরবন নির্ভরশীল পেশাজীবিদের অধিকাংশ বক্তব্যেই উঠে আসে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের বিষয়টি। এতে সুন্দরবনের জলজ ও প্রাণী সম্পদের মারাত্মক ক্ষতিসহ বনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তাই বিষ দিয়ে মাছ শিকার বন্ধে বনবিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরো বেশি তৎপর হওয়ার আহবান জানান বক্তারা। এ মতবিনিময় সভায় বন নির্ভরশীল পেশাজীবিরা তাদের বক্তব্যে আরো তুলে ধরেন যে, কতিপয় অসাধু বন কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় জেলে নামের দুর্বৃত্তরা বনের নদী-খালে বিষ দিয়ে মাছ শিকারের পাশাপাশি অভয়ারণ্যেও মাছ ধরছেন। এসব অবৈধ কার্যক্রম বন্ধে বক্তারা সভার প্রধান অতিথি খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি’র হস্তক্ষেপ কামনা করেন।মোংলা থানা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী বলেন, সুন্দরবন হলো অক্সিজেনের ব্যাংক ও আমাদের মায়ের মত। এ বনকে সবাইকে ভালবাসতে হবে। বনকে ঘিরে যারাই অপরাধ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, বিষ দিয়ে সুন্দরবন মাছ ধরা যে কোন উপায়ে বন্ধ করা হবে। এর সাথে জড়িতরা কেউই ছাড় পাবেন না। বনবিভাগের কর্মকর্তাদের আরও স্বচ্ছতার সাথে কাজ করতেও আহবান জানান তিনি।
মন্তব্য