এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):
স্বাধীনতাবিরোধী শক্তির হাতে কোনোভাবেই ক্ষমতা দেয়া যাবে না। আওয়ামী লীগের নৌকা স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে; না হলে এদেশের উন্নয়ন অগ্রগতি আবারও পিছিয়ে যাবে। উন্নয়ন কত প্রকার ও কী কী তা শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। জনগণ এখন আর বোকা নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক মিথ্যাচার করা হয়েছিল। সে মিথ্যাচার এখন জনগণ বুঝতে পারছে। দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি জামায়াত যে দুঃস্বপ্ন দেখছে, তাদের সে দুঃস্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। তাদের অবশ্যই নির্বাচনে আসতে হবে। তারা গণতন্ত্রের কথা বললেও তাদের মাঝে গণতন্ত্র নেই। মোংলা উপজেলার চটেরহাট বাজার চত্বরে রবিবার (২৭ আগস্ট) বিকেলে চটেরহাট বাজার বনিক সমিতি লিঃ এর আয়োজনে মেঘলা মাল্টি পারপাস কোঃ অপটরেটিভ সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান মো: মোস্তফা কামাল ইজারদার এর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যদি পাকিস্তানের সাথে আপোষ করতেন তাহলে আমরা এ স্বাধীন দেশ পেতাম না। আপোষ করলে বঙ্গবন্ধুকে বার বার কারাগারে ও ফাঁসির মঞ্চে যেতে হতো না। আপোষহীন এ নেতার ঘোষণায় ৯মাসের যুদ্ধে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, যার অবদান বঙ্গবন্ধুরই। যুদ্ধকালীন সময়ে মোংলা বন্দরে মাইন পুতে রাখা হয়েছিলো, যাতে কোন জাহাজ আসতে না পারে। এক বছর লেগেছিলো সেই মাইন উত্তোলনে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন, সুন্দরবন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ইজারাদার, উপজেলা ভাইচ চেয়ারম্যান মো: ইকবাল হোসেন, জেলা পরিষদের সদস্য মো: জলিল শিকদার, ইউপি চেয়ারম্যানর উৎপল কুমার মন্ডল, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহাজাহান সিদ্দিকী, যুবলীগ নেতা আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস, ইউপি সদস্য আজমল শেখ, সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে শহীদ বঙ্গবন্ধুসহ তার পরিবার ও গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন মোস্তফা কামাল ইজারাদার।
মন্তব্য