কলমে শাহনাজ পারভীন মিতা >>>
দুপুর থেকে একটি বিকেল
কিশোরীর অজানা ভুবন
একাকী হেটে বেড়ানো,
চুপি চুপি একটি কিশোর ছেলে
শেষ বিকেলের আলোয় ফিরে তাকানো,
সমস্ত সকাল ,চোখ মেলে সে তাই ভেবেছে।
তারপর একটি নিঝুম সন্ধ্যা,
পাখির ডানায় স্বপনগুলো মেলে দেয়া
সে ও কিশোর ছেলে,
স্বর্ণালী আভায় টলমলে নদীজলে,
যেখানে রুপালী চাঁদ
হলুদ বসন্ত ছুঁয়ে মেঘের পালক,
তুমি একটু কাছে এসো
যেন একটি চুম্বন গভীর দু’চোখ!
এর বেশী কিছু কিশোরীর স্বপ্ন ছিল না
একটু প্রেম ,নদীর জলে একফালি চাঁদ ।
মন্তব্য