মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>>ফরিদপুরের সালথায় জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৬ ফেব্রুয়ারী ২০২৪ রোজ সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে সারাদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম চলে।বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি, যুগ্ম সচিব সদস্য এস্টের্ট ও ভূমি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মোহাম্মদ নূরুল ইসলাম এর সভাপতিত্বে,ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফরিদপুর ২ আসনের এম,পি শাহদাব আকবর চৌধুরী লাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর,সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী,সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয়কুমার চাকী,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক উজ্জামান (ফকির মিয়া),গট্রি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা,গট্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লাবলু,জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিরাজ আলী ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাওছার তালুকদার।
মিজানুর রহমান
০১৮৩২১১৯৬৭৭
২৬ ফেব্রুয়ারী ২০২৪
মন্তব্য