নিউজ ডেক্স >>> চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় দুই আসামী কে, গ্রেফতার করেছেন পুলিশ।মঙ্গলবার (১৩ মে) উপজেলার বাজালালিয়া,ও কেরানিহাট এলাকায় অভিযান চালিয়ে সাতকানিয়া থানা পুলিশ এদের গ্রেফতার করে।গ্রেফতারকৃত মোঃ আতাউল ইসলাম চৌধুরী (৪৫)উপজেলা পুরানগড় ইউনিয়নের,৫নং ওয়ার্ড,এলাকার-মৃত আফজল আহামাদ চৌধুরী’র পুত্র।মোঃ আজহার উদ্দিন(৪৮) একই উপজেলার ছদাহা ইউনিয়নের ৩নং ওয়ার্ড,মৌলানা ছগির শাহ পাড়া এলাকার-মোঃ আবু তাহের’র পুত্র।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, “উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমনে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।যেসব এলাকাকে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে,সেখানে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।তিনি আরও জানান,চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার,মোঃসাইফুল ইসলাম সানতু,বিপিএম বার, মহোদয় এর নির্দেশনায় সাতকানিয়ায় চোর-ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধীদের ধরতে, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে।এরই অংশ হিসেবে বিভিন্ন মামলায় দুইজন আসামি গ্রেফতার করা হয়।এর মধ্যে -আজাহার উদ্দীন মেম্বার,ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।অপর আসামি আতাউল ইসলাম চৌধুরী উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ছিলেন।গ্রেফতার পর আইনানুগ প্রক্রিয়া শেষ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য