নিজস্ব প্রতিবেদক সাতকানিয়া >>> সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাহাদাত হোসেন এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এলাকায় কাজ করতে চাই, সাধারণ মানুষের সেবা করতে চাই। আমি বিগত সময়েও মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকব। আমি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।”শাহাদাত হোসেন এলাকার উন্নয়নে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানান, তিনি ওয়ার্ডের সার্বিক উন্নতিতে ভূমিকা রাখতে এবং বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে আগ্রহী। তার এই প্রচেষ্টা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।











মন্তব্য