মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সখিপুর কৃষক দল । বৃহস্পতিবার (১৯ জুন) ১০টায় সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। টাঙ্গাইল জেলা কৃষকদের সাধারণ সম্পাদক মো: শামীম, সখিপুর উপজেলা কৃষক দল সভাপতি মোঃ বিল্লাল হোসেন,কাকড়াজান ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোলায়মান হোসেন এর নেতৃত্বে মাদ্রাসা চত্বরে চত্বরে গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কাকড়াজান বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, সোলায়মান কবির মিন্টু মাস্টার,বড়চওনা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ মজনু মিয়া, দাখিল মাদ্রাসার সুপার ও সহ সুপরসহ অন্যান্য নেতৃবৃন্দ।সখিপুর উপজেলা কৃষক দল সভাপতি মোঃ বিলাল হোসেন বলেন আজ একযোগে কাকড়াজান, বড়চওনা ও কালিয়া ইউনিয়নে এই কর্মসূচি পালন করা হয়,তিনি আরো বলেন এ কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য