মোঃ বাছির আহমদ এর প্রতিবেদন>>> সিলেটের জাফলং শ্রী পুর সহ বেশ কিছু অঞ্চলে দেখা যায় পর্যটকদের ভিড়,,জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন,, জৈন্তাপুর উপজেলায় যে কয়টি পর্যটন স্পট রয়েছে,,,সবগুলা পর্যটন স্পর্টে যেন ভ্রমণকারীরা নির্দ্বিধায় ভ্রমণ করতে পারেন,,সেজন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা আছে,,এবং পর্যটন স্পটে আস পাস এলাকার স্থানীয় যারা আছেন আপনারা আপনাদের এলাকাভিত্তিক একটু খেয়াল নজর রাখবেন,, যেন কোনভাবেই পর্যটক হয়রানি শিকার না হন ,,দিনভর দেখা যায় বিভিন্ন পর্যটন স্পটের বেশ কিছু অংশে অসংখ্য পর্যটক এর আনাগোনা,,,আমরা কিছু পর্যটকদের সাথে কথা বললে,,বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা,,জানান এই মেঘলা আকাশে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি,,এই সিলেটের মেঘালয়ের দৃশ্যমান পাহার,, এবং পাহাড়ের বুকে ঝর্ণা অন্যদিকে সমতল চা বাগান,,সহ খাল বিল নদী নালা নিয়ে অপরূপ সেজে সেজে উঠেছে এই পর্যটন স্পট গুলা,,,বেশ কিছু পর্যটকরা বলেন সত্যি দূর দুরান্ত থেকে সিলেটে ভ্রমণের জন্য এসে খুবই আনন্দ লাগছে,,এবং কি পরিবার-পরিজন নিয়ে এসে এখানে খুব ইনজয় করতে পেরেছি,,তার জন্য মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি,,,
মন্তব্য