জেলা প্রতিনিধিঃনড়াইল>>> নড়াইলের লোহাগড়ায় আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন,লোহাগড়া উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু,সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা জামায়াতে আমির মাওঃ কাজী হাদিউজ্জামান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক সরদার সেলিম জাহাঙ্গীর,সাংবাদিক মারুফ সামদানি,সাংবাদিক খায়রুল ইসলাম,সাংবাদিক রইচ উদ্দিন টিপু,সাংবাদিক রেজাউল করিম,সাংবাদিক কাজী ইমরান প্রমুখ।এসময় লোহাগড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বক্তারা উপজেলা ও পৌর শহরের বিভিন্ন অনিয়ম ও সমস্যার কথা তুলে ধরেন।অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ সকল অনিয়ম ও সমস্যা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।
মন্তব্য